What is trading? ট্রেডিং কি? ট্রেডিং কিভাবে করে?

WhatsApp Group Join Now

Trading / ট্রেডিং : আমরা প্রায়ই শুনে থাকি ওই ছেলেটা ট্রেনিং করে এত লাখ টাকা রোজগার করল। আবার এর ঠিক উল্টো, আমরা এটাও শুনে থাকি যে ওই ছেলেটা ট্রেডিং করে এত হাজার টাকা লোকসান করলো। তাহলে কি এই ট্রেডিং ? যার সাহায্যে লোকেরা এত সহজেই প্রচুর প্রচুর টাকা উপার্জন আবার অনেক টাকা লোকসান করছে। তাহলে আজকে আমরা জানবো What is trading? ট্রেডিং কি? বা ট্রেডিং কিভাবে করে? ইত্যাদি বিষয়ে খুব সহজ সরল বাংলায়।

  • What is trading? / ট্রেডিং কি? : এক কথায় বলে ট্রেডিং কথার অর্থ হলো লেনদেন। সহজ ভাষায় বললে, ট্রেডিং হলো স্টক মার্কেটে স্টক কিনা বা বেচার প্রক্রিয়া। অর্থাৎ, স্টক মার্কেটে লিস্টেড থাকা কোন কোম্পানির স্টক কিনে সেই স্টক পরবর্তীকালে বিক্রি করে দেওয়াই হলো ট্রেডিং। ট্রেডিং একটু খুব প্রচলিত এবং জনপ্রিয় উপায়। যেটা সাধারণত লোকেরা অর্থ উপার্জনের জন্য ব্যবহার করে থাকে। ট্রেডিং যেমন আপনাকে সমৃদ্ধশালী ধনী ব্যক্তি হতে সাহায্য করতে পারে ঠিক তেমনি এর উল্টো, সঠিক জ্ঞান এবং পরিকল্পনা ছাড়া ট্রেডিং করে আপনি আপনার বিনিয়োগ করা অর্থ হারাতে পারেন।

 

  • ট্রেডিং কিভাবে করে? : ট্রেডিং করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি ব্রোকারের কাছে অ্যাকাউন্ট খুলতে হবে। বর্তমানে কিছু কিছু অ্যাপের সাহায্যে এই প্রক্রিয়া খুব তাড়াতাড়ি কয়েক ঘন্টার মধ্যে সম্পূর্ণ হয়ে যায়। স্টক মার্কেট থেকে উপার্জন করার জন্য সঠিক জ্ঞান এবং শিক্ষার জন্য সময় দিন। স্টক মার্কেটের শিক্ষা মূলক ভিডিও , অনলাইন কোর্স এবং ইত্যাদি ধরনের অভিজ্ঞতা অর্জন করুন।

 

  • সমাপ্তি : ট্রেডিং থেকে অর্থ উপার্জনের সাথে সাথে লোকসান হয়। এই প্রক্রিয়া আপনাকে ধৈর্য এবং সৃজনশীলতায় ভরা থাকতে হবে। ট্রেডিং -এ সফল বিনিয়োগকারী হওয়ার জন্য প্রত্যেক বিনিয়োগের সাথে সাথে অভিজ্ঞতা সংগ্রহ করা গুরুত্ব পূর্ণ।

 

  • Disclaimer : ব্লগ পোস্টটি শুধুমাত্র শিক্ষামূলক তথ্য সরবরাহের জন্য। স্টক মার্কেটে এবং ট্রেডিং-এ বিনিয়োগ করা একটি ঝুঁকিপূর্ণ কাজ। এই ব্লগের প্রদত্ত সকল তথ্য একক ব্যক্তির ব্যক্তিগত মতামত এবং এই ব্লগটি কোনও অর্থনৈতিক পরামর্শ বা বিনিয়োগের জন্য সুপরিসর প্রদান করেনা। || হরে কৃষ্ণ ||

Leave a Comment