What is Candlestick Pattern ? ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি ?

WhatsApp Group Join Now

Candlestick Pattern / ক্যান্ডেলস্টিক প্যাটার্ন : আপনি যখন স্টক মার্কেটে ইনভেস্ট করেন বা ট্রেড করেন, এই দুই পরিস্থিতিতেই আপনাকে দুটি বিশ্লেষণ বা পরীক্ষা করে দেখা গুরুত্বপূর্ণ হয়ে থাকে। একটি হলো ফান্ডামেন্টাল এনালাইসিস (Fundamental analysis) এবং আরেকটি হলো টেকনিক্যাল এনালাইসিস (Technical analysis)। ফান্ডামেন্টাল এনালাইসিস সাধারণত ট্রেডিং এর ক্ষেত্রে খুব একটা প্রয়োজন হয় না। অপরটি হলো টেকনিক্যাল এনালাইসিস যার মধ্যে প্রাইজ একশন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইত্যাদি রয়েছে। এখন আমরা জানবো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি? বা এর কাজ কি?

  • Candlestick Pattern (ক্যান্ডেলস্টিক প্যাটার্ন) কি?

Candlestick pattern : ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হলো স্টক মার্কেটে ব্যবহৃত এক ধরণের চার্ট প্যাটার্ন, যা স্টক মার্কেটের লাভ ও ক্ষতির মধ্যে সীমা স্থাপন করতে সাহায্য করে। সাধারণত লোকেরা এই প্যাটার্ন মার্কেটের পূর্বাভাস পেতে ব্যবহার করে থাকে। উদহারন সহ আরো সহজ ভাষায় বললে, ধরুন আপনি ঘর থেকে কোথাও যাওয়ার জন্য বের হলেন যাবার পথে আকাশের দিকে তাকিয়ে দেখলেন মেঘ করেছে আপনার মনে হলো বৃষ্টি হবে বা বৃষ্টি হতে পারে। ঠিক এই ভাবেই কাজ করে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মার্কেট চার্টের উপর ক্যান্ডেলের কিছু চিহ্ন না সংকেতের মাধ্যমে মার্কেটের পূর্বাভাস পাওয়া বা গণনা করাই হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন।

  • সতর্কবার্তা :

স্টক মার্কেটে গ্যারান্টি বা এরপর এইটা হবেই বলে কিছু হয় না। আগের দেওয়া উদাহরণটি যদি দেখি তাহলে শুধু মাত্র মেঘ করেছে বলেই যে বৃষ্টি হবে তার যেমন কোনো গ্যারান্টি নেই। ঠিক তেমন ভাবেই কিছু চিহ্ন বা সংকেত দেখার পর একদম সঠিক ভাবে মার্কেটের পরবর্তী গতিবিধি নির্ণয় করাও সম্ভব নয়। আবার অন্য দিকে একদমই গণনা করা সম্ভব নয় ঠিক তেমন টাও নয়। বৃষ্টি পড়ার আগে যেমন মেঘ করে ঠিক তেমনই কিছু চিহ্ন বা সংকেত দেখার পর মার্কেট গণনা অনেক সময় ঠিক হয়।

  • Disclaimer : 

স্টক মার্কেটে এবং ট্রেডিং-এ বিনিয়োগ করা একটি ঝুঁকিপূর্ণ কাজ। এই ব্লগের প্রদত্ত সকল তথ্য একক ব্যক্তির ব্যক্তিগত মতামত এবং এই ব্লগটি কোনও অর্থনৈতিক পরামর্শ বা বিনিয়োগের জন্য সুপরিসর প্রদান করেনা। ব্লগ পোস্টটি শুধুমাত্র শিক্ষামূলক তথ্য সরবরাহের জন্য।

Leave a Comment