Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধি যোজনা কি ? এবং নিয়ম :

WhatsApp Group Join Now

প্রতিটি বাবা-মা চান নিজের সন্তানের ভবিষ্যৎ অর্থনৈতিক ভাবে সুরক্ষিত করে রাখতে। বিশেষত কন্যা সন্তানের পিতা-মাতারা নিজেদের মেয়ের ভবিষ্যতের উচ্চ শিক্ষা থেকে শুরু করে বিবাহ পর্যন্ত সমস্ত খরচের চিন্তাভাবনা করে আগে থেকেই অর্থ বিনিয়োগ করা শুরু করে দেন।

সুকন্যা সমৃদ্ধি যোজনা কি

সুকন্যা সমৃদ্ধি যোজনা হলো কন্যা সন্তানদের ভবিষ্যতে আর্থিক সুরক্ষা প্রদান করতে সরকারের তরফ থেকে চালু করা হয়েছে বিশেষ একটি প্রকল্প। এই প্রকল্পের নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)। ভারতে বসবাসকারী প্রতিটি কন্যা সন্তানের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতেই সরকারের তরফ থেকে এই পরিকল্পনাটি চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কন্যা সন্তানের পিতা-মাতারা নিজেদের সামর্থ্য মতো অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে পারেন।

সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ম

কিছু মৌলিক নিয়ম গুলি হলো:

  1. সুকন্যা সমৃদ্ধি খাতে নিবন্ধন: এই যোজনার আওতায় প্রথমে একটি সুকন্যা সমৃদ্ধি খাতে নিবন্ধন করতে হবে। এই খাতে তারা অর্থ জমা করতে পারে যা তাদের পরিবারকে ভবিষ্যতে সাহায্য করতে পারে।
  2. সুকন্যা সমৃদ্ধি খাতে অবতরণ: এই যোজনার তফসিলের আওতায় মাসিক অবতরণ অথবা একক বা পাচ বার্ষিক অবতরণ করা যেতে পারে।
  3. সুকন্যা সমৃদ্ধি খাতে সীমা: সুকন্যা সমৃদ্ধি খাতে অবতরণের জন্য সুকন্যার বয়স সীমাবদ্ধ থাকে। সাধারণত, এই সীমাটি হলো ১৮ বা ২১ বছর।
  4. সুকন্যা সমৃদ্ধি খাতে মৌলিক প্রাপ্তি: এই খাতে নিবন্ধিত অর্থ আপনি বেসরকারি শিক্ষা, বিয়ে, বিত্তীয় সহায়তা, ইত্যাদির জন্য ব্যবহার করতে পারবেন।
  5. কর বিশুদ্ধতা: সুকন্যা সমৃদ্ধি খাতে প্রাপ্ত অর্থ থেকে সাধারণভাবে কর মুক্তি রয়েছে, যদিও এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে অবশ্যই স্থানীয় কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা উচিত।

সুকন্যা সমৃদ্ধি যোজনা ফর্ম

সুকন্যা সমৃদ্ধি যোজনা ফর্ম Download করার জন্য নিচের download button-এর উপর click করুন –

সুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধা

এই যোজনার মাধ্যমে অর্থ বিনিয়োগ করে চড়া সুদের টাকা লাভ করা সম্ভব হয়। বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনা ক্ষেত্রে সরকার নির্ধারিত সুদের হারটি হল ৮.২%। তবে প্রতি তিন মাস অন্তর সরকারের তরফ থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার প্রসঙ্গে বিভিন্ন ধরনের পর্যালোচনা করা হয়। এই প্রকল্পের মাধ্যমে কন্যা সন্তানের অভিভাবকরা নিজেদের সামর্থ্য মতো অর্থ বিনিয়োগ করতে পারেন। এতে টাকা জমা দেওয়ার নূন্যতম পরিসীমা হল ২৫০ টাকা।সরকারের তরফ থেকে এই প্রকল্পের মাধ্যমে অর্থ বিনিয়োগের জন্য টাকার ঊর্ধ্ব পরিসীমাটিও নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে সর্বাধিক টাকা জমা দেওয়ার পরিমাণ এক আর্থিক বছরে ১.৫ লক্ষ টাকা। দশ বছরের মধ্যে যে কোন কন্যা সন্তানের জন্যই তার পিতা-মাতা এই সুকন্যা সমৃদ্ধি যোজনা মাধ্যমে বিনিয়োগ শুরু করে দিতে পারেন।

এই প্রকল্পের ক্ষেত্রে সব থেকে বড় সুবিধাটি হল আয়কর আইন ১৯৬১ এর ৮০সি ধারা অনুযায়ী এতে সর্বোচ্চ ১.৫ লাখ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। এই প্রকল্পের আরো একটি বিশেষ সুবিধা হল যে অন্যের সন্তানের নামে তার অভিভাবকরা অ্যাকাউন্ট খুলবেন তার ১৮ বছর বয়সের পরে সে নিজেই অ্যাকাউন্টটি পরিচালনা করতে পারে। এছাড়াও মেয়ের বয়স ১৮ বছরের বেশি হলে বা দশম শ্রেণী পাস করলে উচ্চশিক্ষা সংক্রান্ত খরচের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে উপলব্ধ ব্যালেন্সের সর্বাধিক ৫০% পর্যন্ত টাকা অ্যাকাউন্ট থেকে তোলা যেতে পারে।

সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে লাভের পরিমাণ

যে কোন স্কিমের ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করলে বিনিয়োগকারী ব্যক্তিরা চান মেয়াদপূর্তির সময় তার বিনিয়োগ করা টাকা থেকে কিছুটা বেশি টাকা রিটার্ন পেতে। সুকন্যা সমৃদ্ধি যোজনার ক্ষেত্রে এই বিশেষ সুবিধাটি লাভ করা সম্ভব হয়। এই প্রকল্পের অধীনে কোন ব্যক্তি যদি বার্ষিক এক লক্ষ টাকা বিনিয়োগ করেন এবং সেই বিনিয়োগের সময়সীমা হয় ১৫ বছর, সে ক্ষেত্রে ১৫ বছর উত্তীর্ণ হওয়ার সময় তার মোট জমা করা অর্থের পরিমাণ হবে ১৫ লক্ষ টাকা। এক্ষেত্রে তার জমা করা টাকার পাশাপাশি সংযুক্ত হবে ৮.২% হারে সুদ। ২১ বছর শেষে মোট সুদ হবে ৩২,৮৮,০৫৭ টাকা এবং ২১ বছরের শেষে তিনি মোট পাবেন ৪৭,৮৮,০৫৭ টাকা।

সুকন্যা সমৃদ্ধি যোজনা আবেদন পদ্ধতি

নিকটবর্তী যে কোন সরকারিভাবে সরকারি ব্যাংক এমনকি পোস্ট অফিসের সাহায্যেও সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খোলা সম্ভব হয়। এক্ষেত্রে বিনিয়োগ করতে গেলে কয়েকটি নিয়ম পালন করতে হয় অ্যাকাউন্ট খোলার জন্য। সেগুলি হলো –

  1. প্রথমেই নিকটবর্তী ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে সুকন্যা সমৃদ্ধি যোজনা ফর্ম নিয়ে তা সঠিকভাবে পূরণ করতে হবে।
  2. কন্যা সন্তানের জন্ম প্রমাণপত্র জমা দিতে হবে।
  3. আবেদনকারীর পিতামাতা বা আইনী অভিভাবকের ফটো আইডি প্রমাণ প্রয়োজন হবে এবং ঠিকানার প্রমাণপত্র লাগবে।
  4. যেকোনো সন্তানের নামে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টটি খোলা হবে তার অভিভাবকের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি নথি এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বর্তমানে অনলাইন পদ্ধতির মাধ্যমে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টটি খুলে নেওয়া সম্ভব। অনলাইনে মাধ্যমে অ্যাকাউন্ট খুলে অনলাইনের মাধ্যমেই পেমেন্ট করার সুবিধা পাবেন গ্রাহকরা। অনলাইনের মাধ্যমে পেমেন্ট করার জন্য প্রথমে স্মার্টফোনে IPPB বা India Post Payments Bank অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এরপর কয়েকটি পদ্ধতি অবলম্বন করে অনলাইনে মাধ্যমে পেমেন্ট করে নেওয়া সম্ভব। সেই পদ্ধতি গুলি হল

  1. IPPB অ্যাপে প্রবেশ করে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টটি সিলেক্ট করতে হবে।
  2. নিজের SSY অ্যাকাউন্ট নম্বরের পাশাপাশি আপনার DOP ক্লায়েন্ট আইডি লিখতে হবে।
  3. যে পরিমাণ অর্থ জমা করা হবে সেটি এবং তার কিস্তির দৈর্ঘ্যটি নির্বাচন করতে হবে।
  4. এভাবে পেমেন্ট পদ্ধতি সফল ভাবে সেট আপ করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে IPPB অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করতে হবে

যে স্থানগুলিতে সুকন্যা সমৃদ্ধি যোজনার একাউন্ট খোলা সম্ভব

পোস্ট অফিসের মাধ্যমে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুব সহজেই খোলা যায়। পোস্ট অফিসের পাশাপাশি কয়েকটি ব্যাঙ্কেও এই বিশেষ সুবিধাটি পাওয়া সম্ভব। সেগুলি হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ও সিন্ধু ব্যাংক, ব্যাঙ্ক অফ বরোদা, কানারা ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইডিবিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক। || Sukanya Samriddhi Yojana ||

Leave a Comment