শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান? জানুন কীভাবে শেয়ার বাজারে বিনিয়োগের সম্পূর্ণ পদ্ধতি

WhatsApp Group Join Now

বর্তমানে মানুষ চাকরির পাশাপাশি অতিরিক্ত উপার্জনের আশায় বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে থাকে। কেউ ব্যবসায় ইনভেস্ট করে, কেউ ব্যাঙ্কের বিভিন্ন স্কিমে ইনভেস্ট করে, কেউ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে তো কেউ আবার শেয়ার বাজারে ইনভেস্ট করে। শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ ঝুঁকিপূর্ন হয়ে থাকে। তবে এখানে রিটার্নের পরিমানও অনেক বেশি। যে কারণে অনেকেই ঝুঁকি নিয়ে শেয়ার বাজারে ইনভেস্ট করে। তবে যারা একদম নতুন, তাদের ক্ষেত্রে শেয়ার বাজারকে বোঝা খুব মুশকিল হয়। এ ক্ষেত্রে কীভাবে বিনিয়োগ শুরু করা যায় অনেকেই বুঝতে পারে না।

শেয়ার বাজার কি

শেয়ার মার্কেটের মাধ্যমে কোনো কোম্পানির স্টক কেনা বেচা হয়। যার মাধ্যমে শেয়ার কেনা বেচা হয়, তাকে স্টক এক্সচেঞ্জ বলা হয়। এর মাধ্যমে আপনি কোনো কোম্পানির শেয়ার ক্রয় করতে পারেন। ধরুন আপনি কোনো কোম্পানির ১০০ ভাগের একটি স্টক কিনলেন, তাহলে আপনি ওই কোম্পানির এক শতাংশ মালিকানা পেলেন। এবার এই কোম্পানির ভ্যালু বাড়লে শেয়ার বাড়বে এবং আপনি লাভবান হবেন। অন্যদিকে কোম্পানির ভ্যালু শেয়ার মূল্য কমবে।

শেয়ার বাজার শিখতে চাই

শেয়ার বাজার শিখে বিনিয়োগ করার ক্ষেত্রে প্রথমেই বিনিয়োগকারীর একটি করে ট্রেডিং অ্যাকাউন্ট, ডিম্যাট অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। এরপর কয়েকটি পদ্ধতি অবলম্বন করে অর্থ বিনিয়োগকারী ব্যক্তি শেয়ার বাজারের মাধ্যমে নিজের অর্থ বিনিয়োগ করতে পারবেন। সেই পদ্ধতিগুলি হল

১) প্রথমেই অর্থ বিনিয়োগকারী ব্যক্তিকে একজন ব্রোকার বেছে নিতে হবে। ব্রোকার আসলে অর্থ বিনিয়োগকারীকে শেয়ার ক্রয় বিক্রয় করতে সাহায্য করবে। বর্তমানে এই সম্পর্কিত বেশ কিছু বিশ্বস্ত অ্যাপ ও আছে, যার সাহায্যে এই কাজ গুলি করা সম্ভব। অ্যাপ গুলি হলো অ্যাঞ্জেল ওয়ান, জেরোধা এবং আপস্টক্স ইত্যাদি।

২) ব্রোকার নির্বাচন করার ক্ষেত্রে বিনিয়োগকারী ব্যক্তির ঠিক কি ধরনের ব্রোকার চান সেটি তাকে নির্ধারণ করতে হবে। ব্রোকার প্রধানত দুই প্রকারের হয়। একটি হলো ডিসকাউন্ট ব্রোকার এবং অপরটি ফুল টাইম সার্ভিস ব্রোকার। যেসব অর্থ বিনিয়োগকারী প্রথমবার শেয়ার বাজারের মাধ্যমে অর্থ বিনিয়োগ করবেন তাদের জন্য প্রয়োজন হবে ডিসকাউন্ট ব্রোকার এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য দরকার হবে ফুল টাইম ব্রোকার।

৩) প্রয়োজন মত নির্দিষ্ট একটি ব্রোকার বেছে নেওয়ার পর অর্থ বিনিয়োগ করতে আগ্রহী ব্যক্তিকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। এর জন্য গুগল প্লে স্টোর থেকে আফস্টক্স অ্যাপ ডাউনলোড করে নিজের নাম, জন্ম তারিখ, জিনিস আধার কার্ড নম্বর, প্যান কার্ড নম্বর, মোবাইল নম্বর, ইমেল আইডি দিয়ে লগ ইন করে সমস্ত তথ্য গুলি যাচাই করে সহজেই এই অ্যাকাউন্ট খোলা সম্ভব।

৪) শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করার জন্য নিজস্ব একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে মোবাইল নম্বরটি দিয়ে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই মোবাইল নম্বরটি অবশ্যই বিনিয়োগকারীর ব্যাংক অ্যাকাউন্ট এর সঙ্গে সংযুক্ত থাকতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি দেওয়া হবে সেটি অবশ্যই সচল থাকতে হবে।

৫) ডিম্যাট অ্যাকাউন্ট ও ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত কাজ সম্পন্ন হলে বিনিয়োগকারী ব্যক্তিকে আগে থেকে বেছে রাখা, ব্রোকার অ্যাপ এ প্রবেশ করে অ্যাডফান্ড অপশন সিলেক্ট করে নিজের ব্যাংক অ্যাকাউন্ট বা নেট ব্যাংকিং যে কোনো ভাবে অর্থ বিনিয়োগ শুরু করতে পারেন।

৬) স্টক বিনিয়োগ করতে চাইলে ব্রোকার অ্যাপে টাকা যোগ করার পর যে স্টক বিনিয়োগকারী ব্যাক্তি কিনতে চান সেই স্টকের নাম সিলেক্ট করে “বাই” অপশনে ক্লিক করতে হবে। এভাবে খুব সহজেই স্টক এর শেয়ার কিনতে পারবেন অর্থ বিনিয়োগকারী ব্যক্তিরা।

শেয়ার বাজার টেকনিক্যাল এনালাইসিস pdf

শেয়ার বাজার টেকনিক্যাল এনালাইসিস pdf download করার জন্য নিচের দেওয়া Download button-এর উপর click করুন –

শেয়ার বাজার বই pdf free download

শেয়ার বাজার বই pdf free download করার জন্য নিচের দেওয়া Download button-এর উপর click করুন –

শেয়ার বাজারে কিভাবে লোকসান ভুলে ধনবান হবেন


শেয়ার বাজারে লোকসান ভুলে ধনবান হওয়ার জন্য কিছু প্রাথমিক ধাপ আছে:

  1. শিক্ষা অর্জন করুন: প্রথমে শেয়ার বাজারে শিক্ষা নিন। ব্লগ, পুস্তিকা এবং অনলাইন রিসোর্স দেখে বাজার জানুন। নিকটস্থ ব্রোকারের সাথে পরামর্শ করুন।
  2. বিনিময় রণনীতি তৈরি করুন: আপনার লক্ষ্য ও পদ্ধতি নির্ধারণ করুন। বিনিময়ে সাহায্য করবে আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোতে।
  3. নিজের অর্থায়ন এবং নিজস্ব লক্ষ্য নির্ধারণ করুন: আপনার অর্থায়ন এবং লক্ষ্য অনুযায়ী বিনিময় করুন।
  4. প্রস্তুত থাকুন: নিউজ, অর্থনীতি, বাজার ট্রেন্ড সম্পর্কে আপডেট থাকুন।
  5. ধৈর্যশীল থাকুন: ধনবান হওয়া সময় লাগে। ধৈর্য ধরে আপনার লক্ষ্যে পৌঁছানো গুরুত্বপূর্ণ।

Disclaimer :

শেয়ার বাজারে বিনিয়োগ একটি উচ্চ ঝুঁকি সম্পূর্ণ অর্থ সাথে যুক্ত প্রক্রিয়া। শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে স্টক মার্কেট বা শেয়ার বাজার সম্পর্কে সম্পূর্ণ সঠিক জ্ঞান অর্জন করা এবং অধ্যয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ওয়েবসাইট বিনিয়োগের জন্য কোনোরুপ পরামর্শ দেয় না।

Leave a Comment