Pradhanmantri mudra yojana: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লোন এবং আবেদন পদ্ধতি জেনে নিন!

WhatsApp Group Join Now

ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে ঋণ প্রকল্প এনেছেন প্রধানমন্ত্রী! প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা ঋণ যোজনার সুবিধা পেতে আজই জানুন আবেদন পদ্ধতি।

Pradhanmantri mudra yojana: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (Pradhanmantri mudra yojana) – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদেশে ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক নিয়ম-কানুন চালু করেছিলেন। তার প্রচলিত বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন দেশের বহু সংখ্যক মানুষ। প্রধানমন্ত্রীর পরিচালিত এমন একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা ঋণ প্রকল্প। ২০১৫ সালে ভারতের সাধারণ নাগরিকের ব্যবসায় সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী এই প্রকল্প চালু করেছিলেন।

প্রকল্পের উদ্দেশ্য

আমাদের দেশের বহু সংখ্যক মানুষ ব্যবসা ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান। তবে ব্যবসা করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুঁজি, যা অনেক মানুষেরই থাকে না। সাধারণ মানুষকে ব্যবসার প্রতি উৎসাহ দান করতে এবং ছোট ব্যবসায়ীদের আর্থিক উন্নয়নের জন্য এই লোনের সুবিধা প্রদান করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা ঋণ প্রকল্পটি চালু করেছিলেন।

প্রকল্পের সুবিধা লাভের যোগ্যতা

আমাদের দেশের বহু ছোট ব্যবসাদার আছেন যারা অল্প পুঁজিতে মুদি দ্রব্য, ফল, সবজি ইত্যাদি নিয়ে ব্যবসা করেন। যে কোনো ভারতীয় নাগরিক, যিনি এই ধরনের কোন ছোট ব্যবসায় আত্মনিয়োগ করেছেন এবং আর্থিক সমস্যার মধ্যে ভুগছেন তারাই এই প্রকল্পের মাধ্যমে ঋণ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন। এই প্রকল্পের মাধ্যমে ভারতীয় যে কোনো নাগরিক পাবলিক প্রাইভেট রিজিওনাল স্মল ফাইন্যান্স ব্যাংক ও NBFC থেকে প্রায় ১০ লক্ষ টাকা ঋণ পেতে পারেন। ব্যাংকে তরফ থেকে দেওয়া বিভিন্ন শর্তাবলী মেনেই এই ঋণ প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী মুদ্রা লোন

প্রধানমন্ত্রীর তরফ থেকে চালু করা এই প্রকল্পের মাধ্যমে যে ঋণ দেওয়া হয় তা মূলত তিনটি ভাগে বিভক্ত। শিশু ঋণ, কিশোর ঋণ এবং তরুন ঋণ এই তিন ভাবে ঋণ দেওয়া হয় গ্রাহকদের।

i) শিশু ঋণ- এই পর্যায়ে ঋণটি দেওয়াভয় যারা প্রাথমিক ভাবে ব্যবসা শুরু করছেন তাদের। এক্ষেত্রে আবেদনকারীদের ৫০ হাজার টাকা পর্যন্ত লোন দেওয়া হয়। এটি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্যই প্রযোজ্য, তাই এই ঋণ ব্যবস্থা নাম দেওয়া হয়েছে শিশু ঋণ।

ii) কিশোর ঋণ- ব্যবসা ক্ষেত্রে যারা দ্বিতীয় পর্যায়ে অবস্থান করছেন অর্থাৎ ইতিমধ্যেই ব্যবসা শুরু করেছেন এবং তাদের ব্যবসা সম্প্রসারণ করার জন্য অতিরিক্ত টাকার প্রয়োজন তাদের ৫০ হাজার টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হয়ে থাকে এই কিশোর ঋণ এর মাধ্যমে।

iii) তরুণ ঋণ- যারা একটি স্ট্যাটাস লোনের জন্য আবেদন করতে চান এমন সর্বোচ্চ স্তরের ব্যবসায়ীদের এই ঋণ প্রদান করা হয়। এক্ষেত্রে ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হয়।

পিএম মুদ্রা যোজনা লোন কিভাবে পাব


পিএম মুদ্রা যোজনা লোন পেতে আপনার নিকটবর্তী ব্যাংক বা অন্যান্য অর্থ প্রতিষ্ঠানে গিয়ে আবেদন করতে হবে। এ ছাড়া এই পরিকল্পনা পাওয়ার অন্য কোনো বিকল্প নেই। এই যোজনার অংশগ্রহণের জন্য নিম্নলিখিত নথিগুলি প্রয়োজন হতে পারে –

  1. আবেদন ফরম: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লোনের জন্য আবেদন করতে হলে প্রথমে অ্যাপ্লিকেশন ফরম পূরণ করতে হবে। এই ফরম অনলাইনে বা নিকটস্থ ব্যাংক অফিসে পাওয়া যায়।
  2. আবেদনকারীর আইডি প্রমাণ: আবেদনকারীর আইডি প্রমাণের জন্য যে কোনও সরকারী প্রমাণিত আইডি প্রমাণ করতে হবে, যেমন পাসপোর্ট, জন্ম সনদ, ন্যাশনাল আইডি কার্ড ইত্যাদি।
  3. আয়ের প্রমাণপত্র: আবেদনকারীর আয়ের প্রমাণ করার জন্য তার বেতন স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, অথবা অন্যান্য আয় প্রমাণকারী নথি প্রয়োজন হতে পারে।
  4. ব্যাংক স্টেটমেন্ট: আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট প্রমাণ করতে হবে।
  5. ব্যাংকের হিসাবে অ্যাপ্লিকেশন ফি প্রদান: কিছু ব্যাংক অ্যাপ্লিকেশন ফি চার্জ করে।
  •  

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা আবেদন

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা আবেদন করতে প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে https://www.mudra.org.in/ এ যেতে হবে এবং হোম পেজে গিয়ে লগইন করতে হবে। এখানে পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিতে হবে এবং আবার লগইন অপশনে ক্লিক করতে হবে। এরপর মুদ্রা পোর্টালের মুদ্রা ঋণের তিনটি ক্যাটাগরি দেখা যাবে। যে ক্যাটাগোরির ঋণ নেবেন সেই অপশনে ক্লিক করলে পরবর্তী পৃষ্ঠাতে আবেদন পত্র দেখা যাবে। তা ডাউনলোড করার পর প্রিন্ট আউট করে বের করে আবেদন পত্রের সব তথ্য যথাযথভাবে পূরণ করতে হবে।

আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন আধার কার্ড, প্যান কার্ড, স্থায়ী আবেদন ঠিকানা, ব্যবসার ঠিকানা, মালিকানার প্রমাণ, তিন বছরের ব্যালেন্স শীট, বয়সের প্রমাণ পত্র, আয়কর রিটার্ন ইত্যাদি জেরক্স কপি দিতে হবে। এরপর এটি স্থানীয় ব্যাংকে পাঠাতে হবে।
এক মাসের মধ্যে আবেদন যাচাই করা হবে এবং তারপর ঋণ দেওয়া হবে।

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা ফর্ম

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা ফর্ম Download করার জন্য নিচে দেওয়া Download Button-এর উপর Click করুন।

 

মুদ্রা লোন ইন্টারেস্ট রেট

এই প্রকল্পে বিভিন্ন ব্যাংকের তরফ থেকে গ্রাহকদের ঋণ দেওয়া হয়। এক্ষেত্রে ব্যাংক বিশেষে সুদের হারেও ভিন্নতা দেখা যায়। সেগুলি হলো।

  1. ব্যাংক অফ ইন্ডিয়া এই প্রকল্পে তিন বছর থেকে সাত বছর ঋণের জন্য ১০.৭০% সুদ দিচ্ছে।
  2. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তিন বছর থেকে পাঁচ বছরের জন্য সুদ দিচ্ছে ৮.৬০%-৯.৮৫%।
  3. তামিলনারু মার্কেন্টাইল ব্যাংক সাত বছর পর্যন্ত ঋণের জন্য ৯.৯০% থেকে ১২.৪৫% সুদ দিচ্ছে।
  4. অন্ধ্র ব্যাংক গ্রাহকদের এক্ষেত্রে ৮.৪০%-১০.৩৫% সুদের হারে সুদ দিচ্ছে।

আপনাদের করা কিছু প্রশ্ন

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লোন কিভাবে পাব

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লোন পেতে আপনার নিকটবর্তী ব্যাংক বা অন্যান্য অর্থ প্রতিষ্ঠানে গিয়ে আবেদন করতে হবে। এ ছাড়া এই পরিকল্পনা পাওয়ার অন্য কোনো বিকল্প নেই।

মুদ্রা লোন কি


মুদ্রা লোন হলো এমন একটি ঋণের ধরন যা অনেক সময় ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে নেওয়া হয় যাতে অর্থ বা অন্যান্য সম্পদ উপার্জন করা, ব্যয় করা যেতে পারে। মুদ্রা লোন বিভিন্ন উদ্দেশ্যে নেওয়া হতে পারে, যেমন ব্যবসায়িক প্রযুক্তির জন্য, বাসা কিনতে, শিক্ষার জন্য আরো অনেক কিছু।

প্রধানমন্ত্রীর ঋণ প্রকল্প কি?

প্রধানমন্ত্রীর ঋণ প্রকল্প বিভিন্ন সরকারী অনুদান বা ঋণ প্রোগ্রামের অংশ হতে পারে, যা সাধারণত সরকারের বিভিন্ন উদ্দেশ্যসমূহে ব্যবহৃত হয়। এই প্রকল্পগুলো মূলত সরকারের উদ্দেশ্যগুলোর সাথে যুক্ত বা সাহায্য করতে ব্যবহৃত হয়।

মুদ্রা অনলাইন লোন কি?


“মুদ্রা অনলাইন লোন” হলো এমন একটি ঋণের ধরণ যা অনলাইনে আবেদন করে পাওয়া যায়। এই ধরনের ঋণ সাধারণত ব্যক্তিগত অথবা ব্যবসায়িক উদ্দেশ্যে প্রযোজ্য হয়। অনলাইনে ঋণের আবেদনের মাধ্যমে সহজেই ঋণ প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

পিএমজি ঋণ

“পিএমজি ঋণ” বা “প্রাইম মিনিস্টার গ্রামীণ উদ্যোক্তা ঋণ” হলো একটি ঋণের প্রকল্প যা বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের উদ্যোক্তাদের জন্য প্রদান করা হয়। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ উদ্যোক্তারা অর্থ সংগ্রহ করে তাদের ব্যবসায়িক প্রকল্প শুরু করতে পারবেন।

Leave a Comment